কার প্রেমে মজেছেন রিঙ্কু সিং?
24 November 2023
চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেও নজর কেড়েছেন রিঙ্কু। অনবদ্য ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন।
রিঙ্কুর ব্যাটের জাদুতে মুগ্ধ অনেক নারী। তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তবে রিঙ্কুর মনে কে রয়েছেন তা জানেন?
রিঙ্কুর প্রেমে পাগল অনেকেই। কিছুদিন আগে মালদ্বীপে গিয়ে একের পর এক সব ফাটাফাটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিঙ্কু।
যা ঝড় তোলে মহিলা মহলে। রিঙ্কু সিংয়ের হট অবতার দেখে ছবিতে কমেন্ট না করে থাকতে পারেননি শুভমান গিলের বোন স্নেহনীল গিলও।
নেটিজেনরা দুজনের সম্পর্কের রসায়নও খোঁজার চেষ্টা করেছিলেন। তবে এই বিষয়ে কিছু জানা যায়নি। কে রয়েছেন তবে রিঙ্কুর জীবনে?
জানতে ব্যাকুল অনেকেই। একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খোলেন রিঙ্কু সিং।
তাঁর প্রেমিকা রয়েছে কি না মুচকি হেসে জবাব দিলেন কেকেআর তারকা।মুচকি হেসে জাননা, “এখনও পর্যন্ত কোনও গার্লফ্রেন্ড নেই। আমি এখনও সিঙ্গল।”
নিজের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেট খেলা, তাও জানিয়েছিলেন। রিঙ্কু সিংয়ের কোনও গার্লফ্রেন্ড নেই জানতে পেরে আনন্দ আত্মহারা তাঁর মহিল ফ্যানেরা।
আরও পড়ুন