চলতি বিশ্বকাপে দীর্ঘতম ছক্কা হাঁকিয়েছেন কোন প্লেয়াররা?
ক্রিকেটে ছক্কার একটা আলাদা মাহাত্য রয়েছে। এক কথায় ছক্কা ছাড়া ঠিক জমে না ক্রিকেট। বল গ্য়ালারি পার হবে, তবেই না ক্রিকেটের আসল মজা
চলতি বিশ্বকাপেও ছক্কা হাঁকিয়ে বল গ্যালারি পার করেছেন বহু তারকারা। কিন্তু তাঁদের মধ্যেই দীর্ঘতম ছয় মেরেছেন কারা জানেন?
এই তালিকায় প্রথমেই রয়েছেন শ্রেয়স আইয়ার। আফগানিস্তানের বিরুদ্ধে ১০১ মিটারের একটি ছক্কা মেরে তাক লাগিয়ে দেন তিনি
শ্রেয়সের পরে এই তালিকায় রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে ৯৩ মিটারের ছক্কা হাঁকান হিটম্যান
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৯ মিটারের ছক্কা মেরে দীর্ঘতম ছক্কার রেকর্ডে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন
চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৭ মিটারের একটি দুরন্ত ছক্কা হাঁকিয়ে বসেন ইংল্য়ান্ডের জস বাটলারও
ইংল্যান্ডের এই তারকা ব্যাটার আরও একটি ৮৮ মিটারের দুর্দান্ত ছক্কা মারেন সেই কিউয়িদের বিরুদ্ধেই। এখনও পর্যন্ত এই বিশ্বকাপে তাঁর ঝুলিতে ২ টি দীর্ঘতম ছক্কা
নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডও চলতি বিশ্বকাপে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৮৭ মিটারের একটি ছয় মারেন