নিলাম শেষে জেনে নিন কোন দলের পার্সে কত টাকা পড়ে আছে?
Credit - X
TV9 Bangla
21 December 2023
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। এ বারের নিলামে ছিল নতুন সব চমক। সবশেষে নতুন তারকাদের খুঁজে পেয়েছে দলগুলো। তারকাদের কেনার পর আর কত টাকা পড়ে আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর পকেটে?
৩১.৪ কোটি টাকা নিয়ে নিলামের বাইশ গজে নেমেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। নিলাম শেষে ৬ জন তারকাকে কিনে তাদের হাতে রয়েছে ১ কোটি টাকা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের হাতে ছিল ২৮.৯৫ টাকা। ৯ জন প্লেয়ারকে কিনে তাদের হাতে রয়েছে ৯.৯ কোটি টাকা।
৩৮.১৫ কোটি নিয়ে নিলামে নেমেছিল শুভমন গিলের গুজরাট টাইটান্স। ৮ জন ক্রিকেটারকে কিনে তাদের হাতে রয়েছে ৭.৮৫ কোটি টাকা।
৩২.৭ কোটি টাকা ছিল কলকাতা নাইট রাইডার্সের পকেটে। ১০ জন প্লেয়ারকে কিনে নাইটদের কাছে রয়েছে ১.৩৫ কোটি।
মাত্র ১৩.৫ কোটি টাকা নিয়ে নিলাম ঘরে এসেছিল লখনউ সুপার জায়ান্টস। ৬ জন তারকাকে দলে নিয়ে তাদের হাতে রয়েছে আর ৯৫ লক্ষ টাকা।
মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ছিল ১৭.৭৫ কোটি টাকা। ৮ জন তারকাকে কিনে তাদের হাতে অবশিষ্ট রয়েছে ১.৫ কোটি।
২৯.১ কোটি টাকা নিয়ে নিলামের খেলায় নেমেছিল প্রীতি জিন্টার পঞ্জাব। ৮ জন তারকাকে কিনে তাদের হাতে রয়েছে ৪.১৫ কোটি টাকা।
রাজস্থান রয়্যালসের হাতে ছিল ১৪.৫ কোটি টাকা। ৫ জন ক্রিকেটারকে কিনে তাদের হাতে আর রয়েছে ২০ লক্ষ টাকা।
বিরাটের আরসিবির পকেটে ছিল ২৩.২৫ কোটি। ৬ জন তারকাকে দলে নেওয়ার পর তাদের কাছে এখন রয়েছে ২.৮৫ কোটি টাকা।
পকেটে ৩৪ কোটি টাকা নিয়ে নিলাম টেবলে বসেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৬ জনকে কিনে তাদের কাছে পড়ে রয়েছে ৩.২ কোটি টাকা।