বিরাটকে ধনী বানিয়েছে রোহিত শর্মার পরিবার! কীভাবে?
28 November 2023
এক কথায় সোনায় মোড়া বিরাট কোহলির কেরিয়ার। একের পর এক সাফল্যকে ছুঁয়ে শীর্ষে বিরাট। ছাঁপিয়ে যাচ্ছেন বহু কিংবদন্তীকে
তবে শুধু কেরিয়ারের দিক থেকেই নয়, আর্থিক দিক থেকেও টপকে যাচ্ছেন বাকিদের। বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ বিরাট
তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা পার করেছে। তাঁর এই সম্পত্তির অন্যতম কারণ হচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট।
অর্থাৎ,সংস্থার হয়ে প্রচার করে তিনি বিপুল পরিমাণ আয় করেন। বিরাট কোহলির এই সাফল্যের পিছনে কে? এই প্রশ্নটাই ঘোরাফেরা করে বিভিন্ন মহলে
কী ভাবছেন অনুষ্কা শর্মা? না। বিরাটেকর এই সাফল্যের পিছনে রয়েছেন বান্টি সাজদে। যিনি কিনা রোহিত শর্মার শ্যালক
বান্টি একটি ট্যালেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা চালান। আর্থিক দিক থেকে বিরাটের সাফল্যের পিছনে তাঁর অবদান রয়েছে
তবে শুধু বিরাটই নন, বাকি ক্ষেত্রেও জনপ্রিয় বান্টি। বলিউড ও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি
বিরাটকে বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট পাইয়ে দেন তিনি বিরাটকে। পিউমা সংস্থার সঙ্গে কোহলির চুক্তির পিছনেও রয়েছেন এই ব্যক্তি
আরও পড়ুন