টি-টোএয়েন্টিতে এগিয়ে ভারত, জানুন পরিসংখ্যান

25 November 2023

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে ভারত। মোট ২৮ বার ২০০-র অধিক রানের রেকর্ড রয়েছে মেন ইন ব্লুয়ের। এখনও পর্যন্ত ভারতের রেকর্ড ভাঙতে পারেনি কোনও দল।

ভারতের পরে এই তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ফরম্য়াটে মোট ২২ বার ২০০০-র অধিক রানের রেকর্ড রয়েছে প্রোটিয়েদের।

এরপর এই বিচারে এগিয়ে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির ময়দানে ১৮ বার ২০০ অধিক রান করেছে অজিরা। টি-টোয়েন্টির মাঠেও একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছে অজিরা।

অজিদের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ড। তাদেরও ২০০-র অধিক রানের রেকর্ড ১৮। একই স্থানে দাঁড়িয়ে নিউজিল্যান্ডও।

এরপরে এই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ১২ বার ২০০-র অধিক রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের পরে এই ক্রমতালিকায় রয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে মোট ১০ বার ২০০ রানের ইনিংস খেলেছে পাকিস্তান দল।

পাকিস্তানের পর এই রেকর্ড রয়েছে নেপালের। মোট ১০ বার টি-টোয়েন্টির ময়দানে ২০০ রান করেছে নেপাল দল। নেপালের পর এই তালিকায় রয়েছে আয়ারল্যান্ড।

 তাদের ঝুলিতে মোট ৯ টি ২০০ রানের রেকর্ড রয়েছে এখনও পর্যন্ত। মালয়েশিয়ার ঝুলিতে রয়েছে ৮ টি ২০০ রানের রেকর্ড।