ipl trophy

22 December 2023

নতুন বছরের আইপিএলের মঞ্চে নামছেন কোন বিদেশি তারকারা

Credit - X

TV9 Bangla

image
আইপিএলের প্রস্তুতি তুঙ্গে। নতুন বছরের শুরুর দিকেই রয়েছে আইপিএল। উন্মাদনা বাধ মানছে না ক্রিকেটপ্রেমীদের।

আইপিএলের প্রস্তুতি তুঙ্গে। নতুন বছরের শুরুর দিকেই রয়েছে আইপিএল। উন্মাদনা বাধ মানছে না ক্রিকেটপ্রেমীদের।

মঙ্গললার, দুবাইয়েক কোকা কোলা এরিনায় বসেছিল নিলামের আসর। এ বার আইপিএলের আত্মপ্রকাশ করবেন কোন বিদেশি তারকারা?

মঙ্গললার, দুবাইয়েক কোকা কোলা এরিনায় বসেছিল নিলামের আসর। এ বার আইপিএলের আত্মপ্রকাশ করবেন কোন বিদেশি তারকারা?

বিশ্বকাপে নজর কেড়েছিলেন প্রোটিয়া তারকা জেরাল্ড কোৎজে। আইপিএলে তার ফল পেলেন। ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।

বিশ্বকাপে নজর কেড়েছিলেন প্রোটিয়া তারকা জেরাল্ড কোৎজে। আইপিএলে তার ফল পেলেন। ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।

নতুন বছরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আত্মপ্রকাশ করবেন ক্যারিবিয়ান তারকা শাই হোপ। তাঁকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি।

ওডিআই বিশ্বকাপে সোনা ফলিয়েছেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। এ বার আইপিএলে পা রাখবেন। ১.৮ কোটি টাকায় তাঁকে কিনেছে সিএসকে।

৫০ লক্ষ টাকায় আজমৎউল্লাহ ওমরজাইকে কিনেছে গুজরাট টাইটান্স। গিলের সঙ্গে এ বার আইপিএলের মঞ্চে দেখা যাবে তাঁকে।

ইংরেজ তারকা অলরাউন্ডার গাস অ্যাটকিনসনকে এ বার দেখা যাবে আইপিএলে। তাঁকে ১ কোটি টাকায় কিনেছে নাইটরা।

রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের ময়দানে আত্মপ্রকাশ করবেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার নান্দ্রে বার্গার।