জয়ের নিরিখে ভারতের সফল অধিনায়ক কে?

11 November 2023

টানা আট ম্যাচে জিতে সপ্তম স্বর্গে টিম ইন্ডিয়া। এ বার সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

ক্রিকেটপ্রেমীদের আশা অপরাজিত চ্যাম্পিয়ন হোক ভারত। সেই শেষ ২০১১ সালে শেষ ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত।

আর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য ২০০৯ সাল। দু'বারই ভারতকে নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি। মাহির অধিনায়কত্বেই শেষ বিশ্বকাপ এসেছিল ভারতে। 

ধোনির পর ভারতকে নেতৃত্ব দিয়েছেন  বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে জানেন কি কার অধিনায়কত্বে ভারত বেশি সাফল্য় পেয়েছে?

সফল অধিনায়কের তালিকায় প্রথমেই রয়েছেন রোহিত শর্মা। হিটম্যানের নেতৃত্বে দলের জয়ের হার ৭৪.২৬ শতাংশ। ধোনিকে ছাপিয়ে গিয়েছেন তিনি।

রোহিতের পরেই এই তালিকায় রয়েছেন  বিরাট কোহলি। চেজ মাস্টারের অধিনায়কত্বে টিম ইন্ডিয়ার জয়ের হার ৬৩.৩৮ শতাংশ।

ধোনির অধিনায়কত্বে ভারতের সাফল্যের হার ৫৩.৬১ শতাংশ। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে  ৪৯.৭৪ শতাংশ জয় পেয়েছে ভারত।

মহারাজের পর এই তালিকায় রয়েছেন ভারতীয় তারকা রাহুল দ্রাবিড়। তাঁর অধিনায়কত্বে ৪৮.০৭ শতাংশ  সাফল্য এসেছে ভারতের ঘরে।