31 December 2023
তেইশে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন কোন ভারতীয় তারকারা?
Credit -
X
TV9 Bangla
দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০২৩ ক্রিকেটের বহু মুহূর্তের সাক্ষী। ভারতীয় ক্রিকেটের অনেক ওঠা পড়ার সাক্ষী এই বছর।
এই আবহে জেনে নিন তেইশে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কোন ভারতীয় তারকারা? এই তালিকায় প্রথমে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
২০২৩ সালে ৩৫ ম্যাচ খেলে মোট ৮০ টি ছয় মেরেছেন রোহিত। তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৮০০ রান করেছেন তিনি। ২৭ আন্তর্জাতিক ওডিআইতে ৬৭ টি ছয় মেরেছেন তিনি।
১১৭ স্ট্রাইক রেটে ১২৫৫ রান করেছেন হিটম্যান। তেইশের বিশ্বকাপেও কয়েক ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছিল রোহিতকে।
রোহিতের পরে এই তালিকায় রয়েছেন শুভমন গিল। ২০২৩ সালে ৪৮ ম্যাচে ৫৮ ছক্কা মেরেছেন তিনি। চলতি বছরে মোট ২১৫৪ রান করেছেন তিনি।
সর্বাধিক ছক্কার তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব। মোট ৫৬ টি ছক্কা মেরেছেন তিনি। বেশিরভাগই এসেছে টি-২০ থেকে। গোটা বছরে ১১৩০ রান করেছেন তিনি।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার। ২৬ ম্যাচ খেলে ৩৮ ছক্কা হাঁকিয়েছেন শ্রেয়স। ২০২৩ সালে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি।
শ্রেয়সের পরে সর্বাধিক ছক্কার রেকর্ড রয়েছেন ঈশান কিষাণ। ২০২৩ সালে ৩০ ম্যাচ খেলে মোট ২৮ টি ছক্কা মেরেছেন ভারতের তরুণ ওপেনার।
আরও পড়ুন