ভারতের অন্যতম সেরা ও জনপ্রিয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তরা।
খেলার পাশাপাশি ঘড়ির প্রতি বিরাটের টান রয়েছে। ভক্তদের চোখ কিন্তু থাকে বিরাটের ঘড়ির দিকেও। জানেন কি কোহলির কাছে কী-কী ঘড়ি রয়েছে?
বিরাটের কাছে রয়েছে একটি কালো ডায়ালের১২ ঘণ্টা বোঝাতে ১১ রকমের রং রয়েছে এটিতে। রোলেক্স ডেটোনা। এটির দাম প্রায় ৬ কোটি টাকা।
এ ছাড়া তাঁর কাছে রয়েছে প্ল্যাটিনাম রোলক্স ডেটোনা। এটির দাম ১.২৩ কোটি। আইস ব্লু ডায়ালের এই ঘড়িটি প্ল্যাটিনাম দিয়ে তৈরি।
কোহলির কাছে রয়েছে প্ল্যাটিনাম পাটেক ফিলিপ। এটির দাম প্রায় ৭৮ লক্ষ। এই ঘড়ির কাঁটাটা সোনা দিয়ে তৈরি। ও এতে রয়েছে প্ল্যাটিনামও। এ ছাড়া তাঁর কাছে রয়েছে একটি পাটেক ফিলিপ নটিলসও।
বিরাটের ঘড়ির সম্ভারে রয়েছে রোলেক্স অস্টার পার্পেটুয়াল স্কাই ডুইলার ও রোলেক্স ডেটোনা হোয়াইটের মতো ঘড়ি। এই সব ঘড়িতে টাইটেনিয়াম ও নিকেল রয়েছে।
বিরাটের কাছে রয়েছে ২১ লক্ষ টাকার অডমার্স পিগেট রয়্যাল ওক ডাবল ব্যালেন্স হুইল। ১৮ ক্যারটের গোলাপি গোল্ড কেসে রাখা হয় এই ঘড়ি।