সারা দেশজুড়ে পালিত হচ্ছে ক্রিসমাস। রকমারি কেক, গিফট, ক্রিসমাস ট্রিতে সেজেছে ভারত। আজ সারাদিন ভর চলবে উদযাপন।
পিছিয়ে নেই কলকাতাও। শহরতলির অলিগলি থেকে ভেসে আসছে ক্রিসমাস ক্যারলের সুর। বাঙালি আজ মেতেছে উৎসবের মেজাজে।
এমনই এক বড়দিনে কলকাতায় এসেছিলেন বিরাট কোহলি। তাও আবার সান্টা সেজে। কচিকাচাদের মুখে ফুটিয়েছিলেন হাসি।
ভারতীয় ক্রিকেটদলে বিরাট সান্টাই বটে। বছরের পর বছর উপহার দিয়ে আসছেন ভারতীয় ক্রিকেটকে। তবে সে বার কলকাতার চিলড্রেন্স শেল্টার হোমের শিশুদের সঙ্গে বড়দিনটা কাটিয়েছিলেন তিনি।
ক্রিসমাস নিয়ে শিশুদের মধ্যে বাড়তি উন্মাদনা তো থাকেই। সান্টার কী উপহার দেবে তার জন্য সারাবছর অপেক্ষা করে থাকে তারা।
কলকাতার এই অনাথ আশ্রমের শিশুরাও তাই। সান্টার উপহারের আশায় দিন গুনছিল তারা। তাদের মনের সুপ্ত বাসনা শুনে ফেলেছিলেন কোহলি।
একঝুলি গিফ্ট নিয়ে হাজির হন সেই আশ্রমে। সান্টার সাজে যে বিরাট এসেছেন তা বুঝে উঠতে পারেনি নিষ্পাপ শিশুরা। কার কী উপহার পছন্দ তাই তুলে দেন তাদের হাতে।
বাচ্চাদের জিজ্ঞেস করেন তাদের প্রিয় ক্রিকেটার কে? উত্তরে একজন জানায় বিরাট। তখনই মুখোশ করে ধরা দেন বিরাট।