পরের মাসেই শীর্ষে ফিরতে পারেন বিরাট
24 November 2023
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটের জাদুতে এক প্রকার মুগ্ধ সকলে। এক কথায় বলা চলে বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন কোহলি।
একের পর দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। তেইশের বিশ্বকাপেই ওডিআই কেরিয়ারের ৪৮ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁয়েছেন।
এরপর ৪৯ তম সেঞ্চুরি করে মাস্টারকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। শুরু থেকেই রানমেশিন বিরাটের কাঁধে ভর দিয়েই এগিয়েছে ভারত।
তেইশের বিশ্বকাপে একের পর এক দুরন্ত ইনিংস খেলছেন কোহলি। আর তারই ফলস্বরূপ আইসিসির ওডিআই ব়্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন বিরাট।
আইসিসির সদ্য় পেশ হওয়া ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমন গিল। আর গিলের পর রয়েছে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম।
আর বাবরের ঠিক পরেই এ বার বিরাটের নাম। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওডিআই ক্রমতালিকার তৃতূীয় স্থানে রয়েছেন বিরাট।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোহলির অনবদ্য পারফরম্যান্সই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। তেইশের বিশ্বকাপে ৩ টি শতরান আসে তাঁর ব্যাটে।
গ্রুপ পর্বে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন বিরাট। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জেতান।
আরও পড়ুন