অতীতে কাদের উইকেট তুলে নিয়েছিলেন বিরাট কোহলি?

14 November 2023

বিশ্বকাপে একের পর এক চমক! শুরু থেকেই নানা চমক দেখিয়েছে ভারত। টানা নয় ম্যাচে জিতে সেমিফাইনালে ভারত

রবিবার নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে বড় চমক দিয়েছে ভারত। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ফিরিয়েছেন বিরাট কোহলি।এর আগে  বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া

 তখন হার্দিকের ওভারের বাকি বল করতে দেখা যায় বিরাটকে।তারপরই থেকেই মাঠে বিরাট থাকলেই, দর্শকরাও কোহলিকে বোলিং দেওয়ার আবদার করে থাকে। এ বার বল হাতে দেখা গেল বিরাটকে

উইকেটও নিয়ে ছাড়লেন। গ্যালারিতে তখন শুধুই উচ্ছ্বাস। তবে এই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষকে ফিরিয়েছেন বিরাট

এটা ওডিআইয়ের মঞ্চে বিরাটের পঞ্চম উইকেট। এবং আন্তর্জাতিক ক্রিকেটে নবম। অতীতে বিরাটের শিকার কারা? ঝটপট চোখ বুলিয়ে নিন এক বার

ওডিআইয়ের মঞ্চে বিরাটের প্রথম উইকেট ২০১১ সালে। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়েছিলেন কিং কোহলি

ওই বছরই মোহালিতে কুকের ওপেনিং পার্টনার ক্রেইগ কিসওয়েটারের উইকেট তুলে নিয়েছিলেন বিরাট

এরপর ২০১৩ সালে প্রোটিয়া কিংবদন্তি কুইন্টন ডি কককে ফেরান কোহলি। ১৩৫ রানের মাথায় ফিরতে হয়েছিল ডি কককে

২০১১ সালে ম্য়াঞ্চেস্টারে শূন্য বলে কেভিন পিটারসনকে ফিরিয়েছিলেন তিনি। যেহেতু ওয়াইড বলে স্টাম্পিং করেছিলেন তাই সেটা লিগাল ডেলিভারি হিসেবে গন্য হয়নি

২০১৬ টি-টোয়েন্টিতে জনসন কার্লসের উইকেট তুলে নিয়েছিলেন বিরাট। রবিবারের আগে এটাই আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির একমাত্র উইকেট ছিল