অতীতে কাদের উইকেট তুলে নিয়েছিলেন বিরাট কোহলি? – TV9Bangla
অতীতে কাদের উইকেট তুলে নিয়েছিলেন বিরাট কোহলি?
14 November 2023
বিশ্বকাপে একের পর এক চমক! শুরু থেকেই নানা চমক দেখিয়েছে ভারত। টানা নয় ম্যাচে জিতে সেমিফাইনালে ভারত
রবিবার নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে বড় চমক দিয়েছে ভারত। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ফিরিয়েছেন বিরাট কোহলি।এর আগে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া
তখন হার্দিকের ওভারের বাকি বল করতে দেখা যায় বিরাটকে।তারপরই থেকেই মাঠে বিরাট থাকলেই, দর্শকরাও কোহলিকে বোলিং দেওয়ার আবদার করে থাকে। এ বার বল হাতে দেখা গেল বিরাটকে
উইকেটও নিয়ে ছাড়লেন। গ্যালারিতে তখন শুধুই উচ্ছ্বাস। তবে এই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষকে ফিরিয়েছেন বিরাট
এটা ওডিআইয়ের মঞ্চে বিরাটের পঞ্চম উইকেট। এবং আন্তর্জাতিক ক্রিকেটে নবম। অতীতে বিরাটের শিকার কারা? ঝটপট চোখ বুলিয়ে নিন এক বার
ওডিআইয়ের মঞ্চে বিরাটের প্রথম উইকেট ২০১১ সালে। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়েছিলেন কিং কোহলি