ওডিআই বিশ্বকাপে সর্বাধিক উইকেটের রেকর্ড কাদের দখলে?
31 October 2023
দেখতে-দেখতে চলতি বিশ্বকাপের ৩১ তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন একে অপরের মুখোমুখি হচ্ছে দলগুলি। কেউ হাসছে কেউ আবার হার থেকেই পরবর্তীর জন্য নিজেকে গড়ে নিচ্ছে
রানের ঝুলি তো ভরছে ব্য়াটারদের। তবে উইকেট বাদ দিলে চলে কি? এ বার চোখ বুলিয়ে নিন চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটে রয়েছে কাদের ঝুলিতে?
এই তালিকায় প্রথমেই রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পা। দলের হয়ে ওডিআই বিশ্বকাপের এখনও পর্যন্ত ১৬ টি উইকেটের দেখা পেয়েছেন জাম্পা
অ্য়াডাম জাম্পার পর এই তালিকায় রয়েছে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ২৮৩ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন এই কিউয়ি তারকা
এরপর রয়েছেন জসপ্রীত বুমরা। তিনিও এখনও পর্যন্ত ১৪ উইকেটের দেখা পেয়েছেন। রান খরচ করেছেন ২১১। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার আক্রমণ সত্য়িই প্রশংসনীয়
বুমরার পর রয়েছেন পাক তারকা শাহিন আফ্রিদি। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ১৩ উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ২৯৬
এই তালিকায় রয়েছেন লঙ্কান তারকা দিলশন মধুশঙ্কা। তিনি ১৩ বার প্রতিপক্ষকে ফিরিয়েছেন। দিলশন রান খরচ করেছেন ৩১৯
শাহিন আফ্রিদি ও দিলশন মধুশঙ্কার মতোই ১৩ উইকেটের দেখা পেয়ছেন প্রোটিয়া তারকা মার্কো জানসেন। ২৯০ রান খরচ করেছেন তিনি
১২ উইকেটের রেকর্ড নিয়ে জানসেনের পরেই রয়েছেন আরও এক প্রোটিয়া তারকা জেরাল্ড কোয়েটজি। এখনও পর্যন্ত ২৬৪ রান খরচ করে ১২ উইকেটের দেখা পেয়েছেন কোয়েটজি