21 December 2023
IPLএ পেতেন কাড়ি কাড়ি টাকা, নতুন দলে যেতেই কমল যাঁদের বেতন
Credit -
X
TV9 Bangla
একদিকে দুবাইতে হওয়া আইপিএল নিলামে একাধিক ক্রিকেটারের ওপর কোটি কোটি টাকার বর্ষণ হল। অন্যদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের বেতন কমে গিয়েছে।
শাহরুখ খান - পঞ্জাব কিংসে তিনি পেতেন ৯ কোটি টাকা। গুজরাট টাইটান্সে তিনি পাচ্ছেন ৭.৪ কোটি টাকা (১৭.৮৭% বেতন কমেছে)।
শার্দূল ঠাকুর - দিল্লি ক্যাপিটালসে ও কেকেআরে তিনি পেতেন ১০.৭৫ কোটি টাকা। সিএসকেতে তিনি পাচ্ছেন ৪ কোটি টাকা (৬২.৮% বেতন কমেছে)।
হ্যারি ব্রুক - সানরাইজার্স হায়দরাবাদে হ্যারি ব্রুক পেতেন ১৩.২৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসে তিনি পাচ্ছেন ৪ কোটি টাকা (৬৯.৮% বেতন কমেছে)।
মণীশ পান্ডে - দিল্লি ক্যাপিটালসে মণীশ পান্ডে পেতেন ২.৪ কোটি টাকা। এখন তিনি কেকেআরে পাচ্ছেন ৫০ লক্ষ টাকা (৭৯.১৬% বেতন কমেছে)।
লকি ফার্গুসন - কেকেআর ও গুজরাট টাইটান্সে তিনি পেতেন ১০ কোটি টাকা। এখন আরসিবিতে লকি পাচ্ছেন ২ কোটি টাকা (৮০% বেতন কমেছে)।
কার্তিক ত্যাগী - সানরাইজার্স হায়দরাবাদে কার্তিক ত্যাগী পেতেন ৪ কোটি টাকা। গুজরাট টাইটান্সে তিনি পাচ্ছেন ৬০ লক্ষ টাকা (৮৫% বেতন কমেছে)।
ওয়ানিন্দু হাসারঙ্গা - আরসিবিতে ওয়ানিন্দু হাসারঙ্গা পেতেন ১০.৭৫ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদে তিনি পাচ্ছেন ১.৫ কোটি টাকা (৮৬% বেতন কমেছে)।
চেতন সাকারিয়া - দিল্লি ক্যাপিটালসে চেতন সাকারিয়া পেতেন ৪.২ কোটি টাকা। কেকেআরে তিনি পাচ্ছেন ৫০ লক্ষ টাকা (৮৮% বেতন কমেছে)।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন