আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভারে ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকায় রয়েছেন দেশ-বিদেশের অনেক ক্রিকেটার। সেই তালিকার শীর্ষে পৌঁছে গেলেন রোহিত শর্মা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে তাতে ৫টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত শর্মার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যে ম্যাচ সুপার ওভারে গিয়েছে তাতে ৪টি ছয় মেরেছেন।
রোহিত শর্মা, ক্রিস গেইলের পর এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেলর। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে তাতে ২টি ছয় মেরেছেন।
শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার চরিথ আসালঙ্কাও রয়েছেন এই তালিকায়। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে তাতে ১টি ছয় মেরেছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে, তাতে ১টি করে ছয় মেরেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল এবং আফগানিস্তানের তারকা মহম্মদ নবি।
ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং সে দেশের প্রাক্তন ক্রিকেটার ইওন মর্গ্যানও এই তালিকায় রয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে, তাতে তাঁরা ১টি করে ছয় মেরেছেন।
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও রয়েছেন এই তালিকায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে, তাতে তাঁরা ১টি করে ছয় মেরেছেন।