এটাই শেষ ওডিআই বিশ্বকাপ? 

23 August 2023

Pic credit - Twitter

একবার অবসরের ট্রায়াল দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। অবসর প্রত্যাহার করলেও ওডিআই নেতৃত্ব ছেড়েছেন। ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হলেই ২২ গজকে চিরদিনের মতো আলবিদা জানাবেন তামিম। 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। থ্রি লায়ন্সদের বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে জান লড়িয়ে দেবেন রুট। ইংল্যান্ডের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড রয়েছে রুটের ঝুলিতে। রুটেরও এটা শেষ ওডিআই বিশ্বকাপ বলে অনুমান ক্রিকেট বিশেষজ্ঞদের

২০২৩ ওডিআই বিশ্বকাপে তিনি কী সুযোগ পাবেন? বিসিসিআইয়ের বিশ্বকাপ ভাবনায় নেই শিখর ধাওয়ান। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পান না। গব্বরের ২২ গজকে বিদায় জানানো তাহলে কী সময়ের অপেক্ষা?

অনেকদিন যাবৎ ফর্ম হারিয়েছেন। ডেভিড ওয়ার্নার এখন আর বিপক্ষের বোলারদের ত্রাস নন। অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কও মধুর নয় তাঁর। ওডিআই বিশ্বকাপের পরই ওয়ার্নার অবসর ঘোষণা করলে অবাক হওয়ার কিছু থাকবে না

৩৬ বছরের রোহিত শর্মা। পরের ওডিআই বিশ্বকাপের সময় তাঁর বয়স দাঁড়াবে ৪০ বছর। ক্রিকেটে খুব জোর ৩৭-৩৮ পর্যন্ত খেলা চালিয়ে যান। নতুনদের জায়গা ছেড়ে দিতে ২২ গজকে বিদায় জানাতে হয়

৩৭-এর কোঠায় রয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন সাকিব আল হাসানও। বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। পড়শি দেশের ক্রিকেট আইকনের যে এটাই শেষ ওডিআই বিশ্বকাপ, ধরে নিলে খুব একটা ভুল হবে না

বিরাট কোহলির বয়স এখন ৩৭ বছর। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এবং দেশের ক্রিকেট আইকন। কোহলি আর বড়জোর দুটো বছর খেলা চালিয়ে যেতে পারেন। আগামী ওডিআই বিশ্বকাপে কোহলিকে দেখার আশা না করাই ভালো

এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু ৩৩ বছরের মিচেল স্টার্ককে কী পরের বছরের ওডিআই বিশ্বকাপে দেখা যাবে? ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট নেওয়া দ্রুততম বোলার হলেন স্টার্ক। এমনিতে ফাস্ট বোলারদের কেরিয়ার দীর্ঘ হয় না। স্টার্ক ব্যতিক্রম হন কি না সেটাই দেখার।  

ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই সরে এসেছেন। জাতীয় দলের হয়ে পছন্দমতো টুর্নামেন্টে খেলেন। দু'বার ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। ২০২৩ সালে শেষ প্রচেষ্টা করে অবসরের গ্রহে যেতে চান বোল্ট