Virat Bat

29 December 2023

তেইশে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে কাদের 

Credit - X

TV9 Bangla

image
Virat Up

শেষ হতে চলল বছর। তেইশে একাধিক চমক দেখিয়েছে ক্রিকেট। ওডিআই বিশ্বকাপ থেকে এশিয়া কাপ এই বছর ছিল ক্রিকেটের মেগা সব ইভেন্ট।

virat rohit

এই বছরই বহু মাইলফলক ছুঁয়েছে তারকারা। তার মধ্যে রয়েছেন ভারতীয় তারকারাও। বিরাট থেকে রোহিতরা রয়েছেন এই তালিকায়।

virat kohli going to play in india vs south africa 1st Test

চলতি বছরে সব ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে কাদের তালিকায়? চোখ বুলিয়ে নিন একবার...

তেইশে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে ভারতের তারকা ওপেনার শুভমন গিলের। চলতি বছরে মোট ২১৫৪ রান করেছেন তিনি।

গিলের পর এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। তেইশে সব ফরম্যাট মিলিয়ে বিরাটের ঝুলিতে রয়েছে ২০৪৮ রান।

এই তালিকায় রয়েছেন কিউয়ি তারকা ড্যারল মিচেল। তাঁর ঝুলিতে রয়েছে ১৯৮৭ রান। মিচেলের পর রয়েছেন রোহিত।

২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে ১৮০০ রান করেছেন জাতীয় দলের অধিনায়ক। রোহিতের পর এই তালিকায় রয়েছেন ট্রাভিস হেড।

অজি তারকা ট্রাভিস হেডের ঝুলিতে রয়েছে ১৬৯৮ রান। হেডের পর রয়েছেন কুশল মেন্ডিস। তাঁর ঝুলিতে রয়েছে ১৬৯০ রান।