29 December 2023
বছর শেষে খুশির খবর, দেশে তৈরি হচ্ছে আরও এক আন্তর্জাতিক স্টেডিয়াম
Credit -
X
TV9 Bangla
ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের খবর। এ বার ভারতে আসছে আরও এক আন্তর্জাতিক স্টেডিয়াম।
বেশ কিছুদিন ধরেই বিসিসিআইয়ের মাথায় এই ভাবনা ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তব হতে চলেছে।
শোনা যাচ্ছে, এ বার ছত্তিসগড়ের বিলাসপুরে আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির কাজ শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট।
এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বিসিসিআই। বেশ কিছুদিন ধরেই এই স্টেডিয়াম গড়ার জন্য জমি খুঁজছিল ভারতীয় বোর্ড।
বিলাসপুরে অবশেষে ২০ একর জমির হদিশ পেয়েছে তারা। সেখানেই তৈরি হবে বিসিসিআই নির্মিত আন্তর্জাতিক স্টেডিয়াম।
বিসিআইয়ের সঙ্গ দিচ্ছে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সঙঘ। এই স্টেডিয়াম নির্মানে সহযোগিতার হাত বাড়িয়েছে ছত্তিশগড় বোর্ড।
এই স্টেডিয়ামকে ঘিরে নানা নতুন ভাবনা ঘোরাফেরা করছে বিসিসিআইয়ের মাথায়। নতুন চমক থাকতে পারে বলে জানা যাচ্ছে।
কবে এই স্টেডিয়াম তৈরির কাজ শেষ হবে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে কিছু বছরেই মধ্যেই তৈরি হয়ে যাবে এই স্টেডিয়াম।
আরও পড়ুন