২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে রোহিত শর্মার ভারত ও বেন স্টোকসের ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। তার জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল।
ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা টিম ইন্ডিয়ার এই টেস্ট সিরিজের স্কোয়াডে রয়েছেন। এবং তিনি বর্তমানে এনসিএতে অনুশীলন করছেন।
এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হঠাৎই হয়ে গেল মিনি সিএসকে রিইউনিয়ন। জাডেজার সেখানে দেখা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার ও শার্দূল ঠাকুরের।
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার তাঁর সিএসকে টিমের তিন সতীর্থর সঙ্গে ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, '6th one loading……'। সঙ্গে ২টি হলুদ হৃদয়ের ইমোজি।
চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ৫টি আইপিএল ট্রফি। অর্থাৎ রবীন্দ্র জাডেজার ক্যাপশন বলে দিচ্ছে যে, তিনি সিএসকে শিবিরে ষষ্ঠ আইপিএল ট্রফি আসছে, সেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস যদি আগামী আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে, তা হলে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল খেতাব জয়ের দিক থেকে ছাপিয়ে যেতে পারবেন।
২০২৩ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছিলেন দেশের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ম্যাচ ফিনিশ করতেই আবেগে তাঁকে কোলে তুলে নিয়েছিলেন ধোনি।
এ বার দেখার আইপিএলের ১৭তম সংস্করণে ধোনির চেন্নাই সুপার কিংস কেমন পারফর্ম করে। আইপিএল শুরু হতে দেরি থাকলেও এখনই তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন ধোনি।