কোন পথে এশিয়া কাপের ফাইনালে দাসুন শানাকার শ্রীলঙ্কা?

17 September 2023

এই নিয়ে পর পর দু বার এশিয়া কাপের ফাইনালে উঠল দাসুন শানাকার শ্রীলঙ্কা। গত বার মহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা।

ঠিক কোন পথে এ বারের এশিয়া কাপের ফাইনালে উঠল দাসুন শানাকার শ্রীলঙ্কা? এক ঝলকে রইল লঙ্কানদের এশিয়া কাপের রোড টু ফাইনাল।

এ বারের এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে টাইগার্সদের ৫ উইকেটে হারায় দাসুন শানাকার শ্রীলঙ্কা।

২০২৩ সালের এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর, আফগানিস্তানকে দ্বিতীয় ম্যাচে ২ রানে হারায় গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামে শ্রীলঙ্কা। সেই ম্যাচে সাকিব আল হাসানের বাংলাদেশকে ২১ রানে হারায় লঙ্কানরা।

এরপর এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার ভারতের কাছে ৪১ রানের ব্যবধানে হারে শ্রীলঙ্কা। 

ভারতের বিরুদ্ধে সেই ম্যাচ শ্রীলঙ্কা হারলেও ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কান তরুণ স্পিনার দুনিথ ওয়াল্লালাগে।

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ২ উইকেটে পাকিস্তানকে হারায় শ্রীলঙ্কা। এবং মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়।