কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কেন পছন্দের জুতো কিনতে পারেন না মিলার?
credit: X
TV9 Bangla
শেষ হয়েছে বিশ্বকাপ। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জয় করেছে ভারত। এ বার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা।
সেখানে তিন ফরম্যাটে সিরিজ খেলবে ভারত। আজ, মঙ্গলবার রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ।
বিগত কিছু দিন ধরে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতের টি-২০দল। এই সময় সামনে এসেছে নজর কাড়া তথ্য।
দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে যত জন ভারতীয় তারকা রয়েছে তাঁদের সবার থেকে সম্পত্তির পরিমাণ বেশি ডেভিড মিলারের।
প্রোটিয়া তারকা মিলারের সম্পত্তির পরিমাণ কত জানেন? তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৩৩ কোটি।
তবে এত টাকা সত্ত্বেও পছন্দের জুতো কিনতে পারেন না মিলার। কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন আপনিও।
ডেভিড মিলারের দুই পায়ের আকার দু'রকম। তাই ইচ্ছে থাকলেও দোকানে গিয়ে সাধারণ জুতো কিনতে পারেন না তিনি।
এক সাক্ষাৎকারে প্রোটিয়া তারকা জানান তাঁর বাঁ পায়ের আকার ডান পায়ের থেকে অনেকটাই বড়। ফলে জুতো নিয়ে সমস্যা হয়। তবে তার জন্য খেলতে কোনও সমস্যা হয় না তাঁর।
তাই সাধারণ জুতো পরতে পারেন না তিনি। মাপ দিয়ে আলাদা করে জুতো বানিয়ে পরতে হয় তাঁকে। যা একটি বিরল ঘটনা।