ডিন এলগার কেরিয়ারের শেষ টেস্টে খেলতে চলেছেন। ক্রিকেট বিশ্বের তিনি ১২তম ক্রিকেটার হিসেবে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।
তেম্বা বাভুমা হ্যামস্ট্রিংয়ের চোটে IND vs SA দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। তাই কেপটাউনে হতে চলা টেস্টে প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ডিন এলগার।
এলগারের আগে ১১জন ক্রিকেটার তাঁদের কেরিয়ারের শেষ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। তালিকায় মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলেরাও রয়েছেন।
কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে নিজের দেশের হয়ে ক্যাপ্টেন্সি সামলানোর তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড, ভিডিয়ান রিচার্ডসরাও রয়েছেন।
দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বর্ডার ও স্টিভ ওয়া নিজেদের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে অজি দলের নেতৃত্ব দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের শেষ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস ২০১২ সালে SA-র বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম কেরিয়ারের শেষ টেস্টে খেলেছিলেন ২০১৬ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রাইস্টচার্চে ছিল সেই ম্যাচ। তাতে কিউয়ি দলের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
পাকিস্তানের মিসবা উল হক দেশের হয়ে শেষ টেস্টে খেলেছেন ২০১৭ সালে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্টে তিনিই ছিলেন পাকিস্তানের নেতা।