19 October 2024

মাঠে ঢোকার রাস্তা ভুললেন রোহিত! হিটম্যানের হলটা কী?

Credit -  PTI

TV9 Bangla

বেঙ্গালুরু টেস্টের মাঝে ভারত অধিনায়ক রোহিত শর্মার এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা সাইট স্ক্রিনের পাশ দিয়ে মাঠে ঢুকছেন।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজ়েনরা বলাবলি শুরু করেছেন, রোহিত কি মাঠে ঢোকার রাস্তা ভুলে গিয়েছিলেন? তাই ওই ভাবে সাইট স্ক্রিনের পাশ দিয়ে হাঁটছিলেন?

রোহিতের ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, তাঁর পিছনে উইকেটকিপার ব্যাটার ধ্রুব  সেই পথের দিকে আসছিলেন। রাস্তা দেখতে না পেয়ে চমকে যান। তারপর আসল রাস্তার দিকে পা বাড়ান।

আসলে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যেমন রোহিতকে ওই রাস্তা দিয়ে মাঠে ঢুকতে দেখে অবাক হন, তেমনই তাঁর পিছনে থাকা তরুণ উইকেটকিপার ব্যাটার ধ্রুবও অবাক হন।

ধ্রুব জুরেল বেঙ্গালুরু টেস্টে ভারতের একাদশে ছিলেন না। ঋষভ পন্থ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে হাঁটুতে চোট পান। তাঁর পরিবর্তে উইকেটকিপিং করেন ধ্রুব।

ঋষভ পন্থকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে তৃতীয় দিন তাঁকে কিপিংয়ে দেখা যায়নি। তবে বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন ব্যাটিং করেছেন। 

যদি ফেরা হয় রোহিত শর্মার ভুলে যাওয়া বিষয়ে, তা হলে বলতে হয় তাঁর ভুলো মনের কথা প্রচুর ক্রিকেট প্রেমী ও তাঁর সকল অনুরাগীদের জানা।

বেঙ্গালুরু টেস্টে রোহিত শর্মা প্রথম ইনিংসে ২ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়কের ব্যাটে এসেছিল একটি হাফসেঞ্চুরি। ৬৩ বলে ৫২ রান করেন তিনি।