31 December 2023

এক ম্যাচে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় দীপ্তি

Credit - X

TV9 Bangla

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই নতুন ইতিহাস তৈরি করলেন দীপ্তি শর্মা।

 প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন ১৭ বছরের পুরনো রেকর্ড।

আর তাতেই মুগ্ধ সকলে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির গড়েন দীপ্তি।

 তাঁর বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং লাইনআপকে শেষ করে দেন এই তারকা মহিলা ক্রিকেটার।

এর আগে ভারতীয় দলের হয়ে মহিলাদের ওডিআই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন নুসিন আল খাদির।

এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন দীপ্তি। এর আগে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে পাঁচ উইকেট তুলতে পারেননি।

সেটাই এবার করে দেখালেন ভারতের দীপ্তি শর্মা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৈরি হল এক নতুন ইতিহাস।

সাফল্য পেয়ে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন দীপ্তি। স্বপ্ন সত্যি হওয়ার স্বাদ বোধ হয় এমনই হয়। তাঁর চোখেমুখে ফুটে ওঠে সেই ছবি।