দুনিথ ওয়াল্লালাগে, এই নামটা এ বারের এশিয়া কাপের সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর সবার মুখে মুখে।
তেমনটা হবে না-ই বা কেন। ভারতের বিরুদ্ধে তিনি যে ব্যাটে-বলে বাজিমাত করেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্স সকলকে মুগ্ধ করেছিল। এ বার সিনিয়র টিমেও তিনি মুগ্ধ করলেন।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের ব্যাটারদের সামনে রীতিমতো ত্রাস হয়ে দাঁড়ান বছর ২০-র শ্রীলঙ্কান স্পিনার দুনিথ ওয়াল্লালাগে।
১০ ওভার বল করে ৪০ রান দিয়ে দুনিথ ওয়াল্লালাগে তুলে নেন ৫টি উইকেট। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক উইকেট তিনিই নিয়েছেন।
দুনিথ ওয়াল্লালাগের পাঁচ শিকার - শুভমন, বিরাট, রোহিত, রাহুল ও হার্দিক। এই ৫ উইকেট নিয়ে তিনি এক রেকর্ডও গড়েছেন।
তৃতীয় লঙ্কান স্পিনার হিসেবে এশিয়া কাপে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন দুনিথ। এই তালিকায় তাঁর আগে রয়েছেন মুথাইয়া মুরলীধরন ও অজন্তা মেন্ডিস।
ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৪৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন দুনিথ। নিয়েছেন ২টি ক্যাচও। তাই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন দুনিথ।
দুনিথ ওয়াল্লালাগের অলরাউন্ড পারফর্ম্যান্সের পরও শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করেছে রোহিত শর্মার ভারত।