ওডিআইয়ের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য় পেয়েছে ডাচরা?
08 November 2023
চোখের পলকে অতিক্রান্ত সময়। দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষে এলে পৌঁছেছে তেইশের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)
একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেটদুনিয়া। ইতিমধ্যেই সেমিফাইনালের রাস্তা পাকা করে ফেলেছে ভারত
বাদ বাকি দলগুলির চেষ্টা জারি রয়েছে। তেইশের বিশ্বকাপের স্বপ্নে ইতি ঘটেছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের
এই বিশ্বকাপে সেভাবে সাফল্যের খাতা খুলতে পারেনি দুই দল। সাত ম্য়াচের মাত্র একটিতে সাফল্য় পেয়েছে জস বাটলারের দল
অন্যদিকে নেদারল্যান্ডসের সাফল্য দুটি। শুরুর দিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটালেও পরে আর সেভাবে সাফল্য আসেনি ডাচদের ঝুলিতে
পয়েন্ট টেবিলের একেবারে শেষে জায়গা হয়েছে ইংল্যান্ডের। অন্য়দিকে নেদারল্যান্ডসের জায়গা হয়েছে নয় নম্বরে
এ বার পুনেতে নিয়মরক্ষার ম্য়াচে মুখোমুখি দুই দল। ওডিআইয়ের মঞ্চে মোট ৬ বার সাক্ষাৎ হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস
তার মধ্যে ৬ বারই সাফল্য পেয়েছে প্রাক্তন বিশ্বচ্য়াম্পিয়নরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ডাচদের জেতার স্বপ্ন এখনও অধরাই
আরও পড়ুন