কীভাবে বদলেছে বিশ্বকাপ ট্রফি? রইল অজানা ইতিহাস

18 November 2023

চলছে ওডিআই বিশ্বকাপ। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই বিজয়ীর হাতে উঠবে বিশ্বকাপ। কিন্তু এই ট্রফির ইতিহাস জানেন কি?

শুরুতে কেমন ছিল বিশ্বকাপ ট্রফি? কীভাবে ধীরে-ধীরে বদলে গেল বিশ্বকাপ? ফাইনালের আগে জানুন ট্রফির অজানা কাহিনী...

প্রথম ১৯৭৫ সালে শুরু হয় ওডিআই বিশ্বকাপ। তখনের ট্রফি আর এখনের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য

১৯৭৫ বিশ্বকাপের ট্রফি ছিল খুবই সাধারণ দেখতে। খানিকটা পুরুষদের উইম্বলডন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো দেখতে

শুধু ট্রফির উপরে বিনিয়োগকারী সংস্থার নাম লেখা থাকত।  ১৯৭৫, ১৯৭৯,১৯৮৩ টানা তিন বিশ্বকাপে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়েছিল এই ট্রফি

প্রথম বিশ্বকাপে পরিবর্তন আসে ১৯৮৭ সালে। সে বার বিশ্বকাপ বিনিয়োগকারী ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। বিশ্বকাপ উঠেছিল অস্ট্রেলিয়ার হাতে

অজিদের হাতে যে ট্রফি তুলে দেওয়া হয়েছিল তা ছিল সোনার জল করা। এবং তাতে ছোট-ছোট হীরে বসানো ছিল

১৯৯২ এর ট্রফিটি ছিল দেখার মতো। এটি ছিল ওয়াটারফোর্ড ক্রিস্টাল ট্রফি। কাঠের উপর রুপোলী নকশা। তখনই এটির দাম ছিল প্রায় ৮,০০০ ইউরো

এরপর ১৯৯৬ বিশ্বকাপ। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করে। সে বার ভীষণই সুন্দর একটি ট্রফি তুলে দেওয়া হয়েছিল বিজয়ী অস্ট্রেলিয়ার হাতে

শেষ ১৯৯৯ সালে পরিবর্তিত হয় ট্রফি। ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব দুটিকেই এই ট্রফিটির মধ্যে তুলে ধরা হয়

 শিল্পী জো ক্লার্ক ডিজাইন করেছেন এই ট্রফিটি। ট্রফির উপরিভাগে বসানো হয় একটি গোলাকার গ্লোব। যা একই সাথে বল ও পৃথিবীকে বোঝায়

বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপা