হার্দিক ও মডেল লিশা শর্মার সম্পর্ক প্রকাশ্যে এসেছিল ২০১৬ সালে। তাঁধের একসঙ্গে একাধিক জায়গায় দেখা যেত। ২০১৭ সালের পর থেকে তাঁদের পথ আলাদা হয়ে যায়।
বলিউড তারকা এলি আব্রাহামের সঙ্গেও হার্দিক পান্ডিয়ার সম্পর্কের গুঞ্জন একাধিকবার শোনা গিয়েছে। শোনা গিয়েছে তাঁরা খুব অল্প সময় সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে তাঁদের ব্রেক আপ হয়ে যায়।
হার্দিক পান্ডিয়া ও এশা গুপ্তাকে একাধিক পার্টিতে একসঙ্গে দেখা যেত একটা সময়। তখন তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যেন। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে ২জনই খোলামেলা কিছু বলেননি।
বলি ডিভা উর্বশী রাউতেলার সঙ্গেও এক সময় হার্দিক পান্ডিয়ার সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছিল। মাস কয়েকের মধ্যেই সেই গুঞ্জনে ইতিও পড়ে। হার্দিকের এনগেজমেন্টের সময় উর্বশী উইশও করেছিলেন তাঁকে।
বলিউডের তারকা পরিনীতি চোপড়ার সঙ্গেও জড়িয়েছিল হার্দিক পান্ডিয়ার নাম। তাঁদের মধ্যে টুইটারে অতীতে এক হালকা কথোপকথন হয়েছিল। তা থেকে নেটিজ়েনরা দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছিলেন।
শিবানী ডান্ডেকরের সঙ্গে একসময় জড়িয়েছিল হার্দিক পান্ডিয়ার নাম। মডেল, অভিনেত্রী শিবানী ও হার্দিক কখনও তাঁদের সম্পর্কে সিলমোহর দেননি।
কিছুদিন ডেট করার পর সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁদের সন্তানের নাম অগস্ত্য। এ বছরই তাঁদের বিচ্ছেদ হয়েছে।
নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে জড়িয়েছে হার্দিক পান্ডিয়ার নাম। গ্রিসে একসঙ্গে হার্দিক ও জ্যাসমিনকে ছুটি কাটাতে দেখে সকলেই ধরে নিয়েছেন, তাঁরা ডেট করছেন।