Indian Team head Coach Rahul Dravid new advt

ফের দেওয়াল হয়ে দাঁড়ালেন 'দ্য ওয়াল'

3 September 2023

Team India head Coach Rahul Dravid pic

ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' বললেই চোখের সামনে ভেসে ওঠে একজন ক্রিকেটারের নাম। তিনি আর কেউ নন রাহুল দ্রাবিড়।

team india coach rahul dravid's new ad

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় এখন টিম ইন্ডিয়ার হেড কোচ। বর্তমানে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় আছেন।

team india coach rahul dravid

এশিয়া কাপে ভারতীয় দলকে কোচিং করাচ্ছেন রাহুল দ্রাবিড়। এর মাঝে হঠাৎ ফের দেওয়াল হয়ে দাঁড়ালেন 'দ্য ওয়াল'

আসলে সম্প্রতি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে এক অন্য অবতারে দেখা গিয়েেছে। যে লুকে তাঁকে আগে কখনও দেখা যায়নি।

আসলে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের 'দিওয়ার' সিনেমার লুকে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে।

_india coach rahul dravid's new ad

_india coach rahul dravid's new ad

কিন্তু কেন দিওয়ার লুকে দ্রাবিড়? এক ড্রাই ফ্রুটসের বিজ্ঞাপনের অ্যাডের জন্য রাহুল দ্রাবিড় আবার 'দেওয়াল' হয়ে উঠেছেন।

_india head coach rahul dravid's new ad

_india head coach rahul dravid's new ad

রাহুল দ্রাবিড়ের অভিনয় করা 'ফার্মলে’ নামের পন্যের বিজ্ঞাপনের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল হয়ে গিয়েছে।

ওই ভিডিয়োর সংলাপে রাহুলকে বলতে শোনা যায়, ড্রাই ফ্রুটস আর ভেজালের মধ্যে 'দিওয়ার' হয়ে রয়েছে এই 'ফার্মলে'...

এর আগে রাহুল দ্রাবিড়কে অ্যাংরি ম্যানের ভূমিকায় দেখা গিয়েছিল। সে বার দ্রাবিড়ের 'ইন্দিরানগর কা গুন্ডা' লুকে এক বিজ্ঞাপনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল।