চব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপের ১০টি ভেনু প্রকাশিত
24 September 2023
চলতি বছরে ভারতের মাটিতে রয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ। অক্টোবরে শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ। এরপর ২০২৪ সালে হবে টি-২০ বিশ্বকাপ।
২০২৪ সালে প্রথম বার যৌথ ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এ বার আইসিসির পক্ষ থেকে চব্বিশের টি-২০ বিশ্বকাপের জন্য মোট ১০টি ভেনু প্রকাশ করা হল।
মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেনুতে হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ। এবং কুড়ি-বিশের বিশ্বকাপের বাকি ৭টি ভেনু ওয়েস্ট ইন্ডিজে।
তৃতীয়বারের মতো পুরুষদের বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৭ ওডিআই বিশ্বকাপ এবং ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি ভেনু হল - ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ড।
ওয়েস্ট ইন্ডিজের যে ভেনুতে ২০২৪ এর টি-২০ বিশ্বকাপ হবে সেগুলি হল - অ্যান্টিগুয়া ও বার্বুডা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন এবং ত্রিনিদাদ ও টোবাগে।
২০২২ সালে কুড়ি বিশের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ২০২৪ সালের ৪ জুন শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হবে ৩০ জুন।