বড় হচ্ছে অগস্ত্য, বাবা হার্দিকের সঙ্গে কেমন কাটল ক্রিসমাস?
Credit - Instagram
TV9 Bangla
পরিবারের সঙ্গে জমকালো বড়দিন সেলিব্রেট করলেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে গোঁড়ালিতে চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে রয়েছেন।
সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দাদা ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে তাঁর সমীকরণ বেশ ভালো।
দিওয়ালি হোক বা ক্রিসমাস সস্ত্রীক হার্দিক ও সস্ত্রীক ক্রুণালকে একসঙ্গে দেখা যায়। এখন তাঁদের সঙ্গে জুড়েছে হার্দিক ও ক্রুণালের সন্তানরা।
ক্রিসমাসের জন্য হার্দিক-ক্রুণালের বাড়ি একেবারে সেজে উঠেছিল। হার্দিকের ছেলে অগস্ত্য ও ক্রুণালের ছেলে কবীরের নাম দেখা গিয়েছে ক্রিসমাস ট্রি-তে।
ইন্সটাগ্রামে হার্দিক পান্ডিয়ার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, অগস্ত্য ও কবীর ক্রিসমাস ট্রি-র সামনে বড়দিনের উপহার খুলছে।
ছোট্ট অগস্ত্য এখন বড় দাদা। হার্দিক পান্ডিয়ার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট্ট ভাই কবীরকে নিয়ে দিব্বি গাড়ি চালাচ্ছে অগস্ত্য।
হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ এবং ক্রুণালের স্ত্রী পঙ্খুরী শর্মা ইন্সটাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে দেখা গিয়েছে তাঁরা দু'জন ক্রিসমাসের পুরো ডেকোরেশন করেছেন।
পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনের মাঝে হার্দিক পান্ডিয়াকে নিয়ে চর্চা চলছে, নতুন বছরে তিনি কবে ফিরবেন। শোনা গিয়েছে আফগান সিরিজে তাঁকে পাওয়া যাবে না।