26 December 2023

জোড়া সিরিজ জিতে ভগবানের দর্শনে হরমনপ্রীত

Credit - X

TV9 Bangla

ভারতের মহিলা ক্রিকেট দলে এখন খুশির হাওয়া। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সম্প্রতি জোড়া সিরিজ জিতেছে ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ওয়াংখেড়েতে ৮ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম টেস্ট জিতল ভারতের মেয়েরা।

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে স্মৃতি মান্ধানারা। সবমিলিয়ে ভারতের মহিলা ক্রিকেট দলে এখন স্বস্তি হাওয়া।

এ বার জোড়া সিরিজ জিতে ভগবানের দর্শনে গেলেন হরমনপ্রীতরা। মুম্বইয়ের সিদ্ধিবিনায়কর মন্দিরে দেখা গেল হরমনপ্রীতদের।

হরমনপ্রীতদের সঙ্গে ছিলেন তাঁদের কোচ অমোল মুজুমদার। সাফল্য পেয়ে ভগবানের আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন তাঁরা।

সামনে সাদা বলের জোড়া সিরিজ রয়েছে হরমনপ্রীতদের। এই দুই সিরিজেও ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন তিনি।

হরমনপ্রীতের ডেপুটি হবেন স্মৃতি মান্ধানা। আগামী ২৮ শে ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। চলবে ২রা জানুয়ারি পর্যন্ত।

এই সিরিজের প্রত্যেকটি ম্যাচই হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। আর অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে জানুয়ারির ৫ তারিখ থেকে। শেষ। হলে ৯ তারিখ।