শেষ ওভারে ভারতকে জয় এনে দিয়ে নায়ক  অর্শদীপ! তাঁর উত্থান জানেন?

04 December 2023

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী থাকল গোটা বিশ্ব। অজিদের হারিয়ে সিরিজ জিতল ভারত।

ভারতীয় তরুণদের একের পর এক দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী থাকল গোটা বিশ্ব। এই সিরিজের পঞ্চম ম্যাচের নায়ক হলেন অর্শদীপ সিং।

কারণ অর্শদীপ সিংয়ের শেষ ওভারই ভারতকে জিতিয়ে দেয় ছয় রানে। তাঁর বুদ্ধিদীপ্ত বোলিংয়েই জয় এল ভারতের ঘরে।

ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে তুলেছিল ১৬০/৮। জবাবে অস্ট্রেলিয়া পরাজয় শিকার করেথে। নায়ক সেই অর্শদীপ।

 শেষ ওভারেও উইকেট নিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের। সেখানেই অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে।

জানেন কি কোথা থেকে উত্থান অর্শদীপের? ২০২১ সালের জুনে শ্রীলঙ্কা সফরে পাঁচজন নেট বোলারের মধ্যে অর্শদীপকে রাখা হয়েছিল।

২০২২ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডেও তাঁকে নির্বাচিত করা হয়েছিল।

 এরপর ২০২২ সালের জুনে ইংল্যান্ড সফররত দলেও ছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটন টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অর্শদীপের।

আইপিএলে তিনি খেলেন পঞ্জাব কিংসের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে ৫১ ম্যাচ খেলে ৫৭ উইকেট নিয়েছেন অর্শদীপ সিং।