1 November 2023
বিশ্বকাপের এক সংস্করনে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকা
১৯৭৫ বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে গ্লেন টার্নারের। নিউজিল্যান্ডের হয়ে ৪ ম্যাচে ৩৩৩ রান করেন টার্নার
১৯৭৯ বিশ্বকাপে এই রেকর্ড নিজের করেছেন ওয়েস্ট ইন্ডিসের গর্ডন গ্রিনিজ। বিশ্বকাপের ৪ ম্যাচে গ্রিনিজের পুঁজি ২৫৩ রান।
এরপরের বিশ্বকাপ অর্থাৎ ১৯৮৩ বিশ্বকাপে সর্বাধির রান সংগ্রহকারীর রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার। ৭ ম্য়াচ খেলে তাঁর সংগ্রহ ৩৮৪ রান।
১৯৮৭ বিশ্বকাপে এই জায়গা নেন গ্রাহাম গোচ। বিশ্বকাপের মঞ্চে ৮ ম্য়াচ জিতে ৪৭১ রান করেছিলেন গোচ।
১৯৯২ বিশ্বকাপে সর্বাধিক রান করে চমকে দেন কিউয়ি তারকা মার্টিন ক্রো। ৯ ম্যাচ খেলে ৪৫৬ রানের রেকর্ড গড়েছিলেন তিনি।
এরপর ১৯৯৬ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ড করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ৭ ম্য়াচ খেলে ৫২৩ রানের রেকর্ড করেছিলেন সচিন।
পরের বিশ্বকাপেও ভারতই এই রেকর্ড ধরে রেখেছিল। ভারতকে এই রেকর্ড এনে দেন রাহুল দ্রাবিড়। ১৯৯৯ বিশ্বকাপে ৮ ম্যাচে অংশ নিয়ে ৪৬১ রানের রেকর্ড গড়েন তিনি
ঠিক এর পরের সংস্করনে অর্থাৎ ২০০৩ বিশ্বকাপে ফের এই রেকর্ড নিজের করেন সচিন। ১১ ইনিংস খেলে ৬৭৩ রানের রেকর্ড গড়েছিলেন তেন্ডুলকর।
আরও পড়ুন