1 November 2023

বিশ্বকাপের এক সংস্করনে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকা

১৯৭৫ বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে গ্লেন টার্নারের। নিউজিল্যান্ডের হয়ে ৪ ম্যাচে ৩৩৩ রান করেন টার্নার

১৯৭৯ বিশ্বকাপে এই রেকর্ড নিজের করেছেন ওয়েস্ট ইন্ডিসের গর্ডন গ্রিনিজ। বিশ্বকাপের ৪ ম্যাচে গ্রিনিজের পুঁজি ২৫৩ রান।

এরপরের বিশ্বকাপ অর্থাৎ ১৯৮৩ বিশ্বকাপে সর্বাধির রান সংগ্রহকারীর রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার। ৭ ম্য়াচ খেলে তাঁর সংগ্রহ ৩৮৪ রান।

১৯৮৭ বিশ্বকাপে এই জায়গা নেন গ্রাহাম গোচ। বিশ্বকাপের মঞ্চে ৮ ম্য়াচ জিতে ৪৭১ রান করেছিলেন গোচ।

১৯৯২ বিশ্বকাপে সর্বাধিক রান করে চমকে দেন কিউয়ি তারকা মার্টিন ক্রো। ৯ ম্যাচ খেলে ৪৫৬ রানের রেকর্ড গড়েছিলেন তিনি।

এরপর ১৯৯৬ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ড করেন  মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ৭ ম্য়াচ খেলে ৫২৩ রানের রেকর্ড করেছিলেন সচিন।

পরের বিশ্বকাপেও ভারতই এই রেকর্ড ধরে রেখেছিল। ভারতকে এই রেকর্ড এনে দেন রাহুল দ্রাবিড়। ১৯৯৯ বিশ্বকাপে ৮ ম্যাচে অংশ নিয়ে ৪৬১ রানের রেকর্ড গড়েন তিনি

ঠিক এর পরের সংস্করনে অর্থাৎ ২০০৩ বিশ্বকাপে ফের এই রেকর্ড নিজের করেন সচিন। ১১ ইনিংস খেলে ৬৭৩ রানের রেকর্ড গড়েছিলেন তেন্ডুলকর।