18 December 2023

মুম্বই ইন্ডিসান্সে কেমন কেটেছে রোহিতের দিন?

credit: -X

TV9 Bangla

আইপিএলের অন্দরে আগুন ধরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রাতারাতি রোহিতের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব।

মুম্বইয়ের মসনদে বসেছেন হার্দিক পান্ডিয়া। নতুন বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন তিনি।

শুরু থেকেই মুম্বই ইন্ডিসের সঙ্গে রয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে নীতা আম্বানির দল।

এমআইয়ের সঙ্গে কেমন কেটেছে রোহিতের এই পুরো সময়টা? চোখ বুলিয়ে নেওয়া যাক একবার...

২০০৮ সাল থেরে মুম্বইয়ের সঙ্গে যাত্রা শুরু করেন রোহিত। বিগত ১৬ সংস্করণে এমআইয়ের হয়ে ২৪৩ ম্যাচ খেলেছেন তিনি।

২৩৮ ইনিংসে রোহিতের ঝুলিতে রয়েছে ৬,২১১ রান। মুম্বইয়ের জার্সিতে রোহিতের সর্বাধিক ১০৯* রানের রেকর্ড রয়েছে।

রোহিতের নেতৃত্বেই ২০১৩ সালে প্রথম আইপিএল খেতাব জিতেছিল মুম্বই। সে বার ১৯ ম্যাচ খেলে ৫৩৮ রান করেছিলেন হিটম্যান।

এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ মোট চার বার আইপিএল জয় করে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা।