Ashwin blues
কোন ক্রিকেটারকে ঈর্ষা করেন অশ্বিন?
01 December 2023
প্রায় দেড় বছর পর ওডিআইতে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন।
শুরুর এক ম্যাচই খেলেছেন যদিও। সেই ম্যাচে এক উইকেট নেন। এ ছাড়া এশিয়া কাপের পর ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজেও নজর কাড়েন।
এরপর পরবর্তী ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে জায়গা পেয়েছেন অশ্বিন। দেশের জার্সিতে ফের কামাল করতে পারেন তিনি।
এ বার তাঁর মুখে উঠে এল ঈর্ষার কথায কোন তারকাদের ঈর্ষা করেন ভারতের তারকা স্পিনার জানেন কি? নিজের মুখেই সে কথা বলেছেন তিনি।
ভারতীয় তারকা অনেকের ঈর্ষার পাত্র হলেও, অশ্বিন একমাত্র ঈর্ষা করেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। এর পিছনে কী কারণ রয়েছে?
এই বিষয়ে অশ্বিনের বক্তব্য, "বিরাট কোহলি হল স্টার। যে গোটা বিশ্বের অনুপ্রেরণা। ওঁকে দেখে সবাই শিখতে চায়।"
কিন্তু আমার কাছে একমাত্র ঈর্ষার পাত্র রবীন্দ্র জাডেজা। ওর আক্রমণ, বলের সঙ্গে বন্ধুত্ব সবটাই আমায় শেখায়।
শেষে যোগ করেন, "যেভাবে বলকে ও নিয়ন্ত্রণ করে তা সত্যিই প্রশংসনীয়। আমি ওকে দেখে শিখি আর সম্নানও করি ওর এই পারদর্শীতায়।"
আরও পড়ুন