তিলোত্তমায় হাজির আসন্ন ওডিআই বিশ্বকাপের ট্রফি। সেই সোনালি ট্রফি সামনে থেকে দেখার জন্য উপচে পড়ল ভিড়।
বিশ্বকাপ শুরু হতে এক মাসও সময় বাকি নেই। কিন্তু এখনও চলছে ওডিআই বিশ্বকাপের ট্রফি টুর। সেই টুরের অংশ হিসেবেই এখন বিশ্বকাপের ট্রফি কলকাতায়।
আসন্ন ওডিআই বিশ্বকাপের ট্রফিটি কলকাতার সাউথ সিটি শপিং মলে রাখা হয়েছিল। সেখানে ছোট-বড় সকলেই ভিড় করেছিল।
যেহেতু ট্রফি টুর চলছে, তাই চারিদিকে বিশ্বকাপের ট্রফির সুন্দর কাটআউট রাখা হয়েছে। যার সামনে কচিকাঁচারা পোজ দিয়ে ছবি তুলেছে।
যে ট্রফির সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে, তার মাহাত্ম্যই আলাদা। শপিং মলে আসা তরুণ-তরুণীরা তাই ট্রফির সঙ্গে সেলফিও তোলেন।
আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য পুরুষ ও মহিলা দু'টি মাসকট প্রকাশ করা হয়েছিল। কলকাতায় ট্রফি টুরে সেই মাসকটও দেখা গিয়েছে।
বিশ্বকাপের ট্রফি টুর চলাকালীন বিভিন্ন দেশ ও বিদেশের সাধারণ মানুষরা সামনে থেকে তা দেখার সুযোগ পাচ্ছেন।
এ বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। ভারতের ক্রিকেট প্রেমীরা আশায় বুক বেঁধেছেন যে, এ বার ট্রফি জিতবে ভারত।
২০১১ সালে শেষ বার ভারত বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে বেড়েই চলেছে ট্রফির অপেক্ষা। ১২ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কি কাটাতে পারবে মেন ইন ব্লু? উত্তরের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।