আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
ওডিআইতে ৭ হাজারি মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার। আফগানদের বিরুদ্ধে আজকের ম্যাচেই এই রেকর্ড গড়তে পারেন তিনি।
অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের ওডিআইতে ৭ হাজার রানের রেকর্ড গড়ার জন্য আর চাই ১৭৫ রান।
এখনও অবধি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১৫৭টি ম্যাচ খেলে ৬৮২৫ রান করেছেন ওয়ার্নার। তাতে রয়েছে ২২টি শতরান ও ৩২টি অর্ধশতরান।
মাত্র ৫ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৭ হাজার রান করেছেন। ওয়ার্নার যদি ভারতে চলতি বিশ্বকাপে এই রেকর্ড গড়তে পারেন, তা হলে ষষ্ঠ অজি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়বেন।
এর আগে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়া, মাইকেল ক্লার্ক ও স্টিভ ওয়া এই ৫ অজি কিংবদন্তি ওডিআইতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।