বেঙ্গালুরুতে আজ ওডিআই বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
হারের হ্যাটট্রিকের পর বাবরের গ্রিন আর্মির বিরুদ্ধে নামতে চলেছে নিউজিল্যান্ড। তাই আজকের ম্যাচ কিউয়িদের জন্য ডু-অর-ডাই ম্যাচ।
বাবর আজমের পাকিস্তানের অবস্থা বিরাট ভালো নয়। টানা ৪ ম্যাচ হারার পর জয়ে ফিরেছে গ্রিন আর্মি। আজ তাদের লক্ষ্য কিউয়িদের হারিয়ে শেষ চারের লক্ষ্যে এগোন।
পাকিস্তান এবং নিউজিল্যান্ড এর আগে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭ বার জিতেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড জিতেছে ২ বার।
বিশ্বকাপ ছাড়া আন্তর্জাতিক একদিনের ক্রিকেট যদি ধরা হয়, তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ড ১১৫টি ম্যাচ খেলেছে। তাতে পাকিস্তান জিতেছে ৬০টি ম্যাচ আর কিউয়িরা জিতেছে ৫১টি ম্যাচ।
কিউয়িরা চোট আঘাতে জর্জরিত। বিশ্বকাপে আজ মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কিউয়িদের একাদশ কেমন হয় সেদিকে বিশেষ নজর থাকবে সকলের।
চলতি ওডিআই বিশ্বকাপের শুরুটা ভালোই হয়েছিল নিউজিল্যান্ডের। ধীরে ধীরে কিউয়িরা নিজেদের জায়গা হারাতে থাকে। এখনও অবধি এ বারের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৪টি জয় ও ৩টিতে হার জুটেছে কিউয়িদের।
বাবর আজমের পাকিস্তানেরও টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু তারপর একের পর এক হার। চরম সমালোচিত হয়েছে বাবরের গ্রিন আর্মি। এখনও অবধি বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে ৩টি জয় ও ৪টি হার জুটেছে বাবরদের।