এশিয়া কাপে ৩০০-র বেশি রান করেছে যে দলগুলো, তালিকায় ভারত কত নম্বরে?
26 August 2023
Pic credit - Twitter
এশিয়া কাপ শুরু হতে বাকি আর ৪দিন। ৩০ অগস্ট এ বারের এশিয়া কাপের শুভ সূচনা হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নেপাল।
২০২২ সালে এশিয়া কাপ হয়েছিল টি-২০ ফর্ম্যাটে। আর সে বার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা।
এ বারের এশিয়া কাপ শুরু হওয়ার আগে জেনে নিন এই টুর্নামেন্টে ৫০ ওভারের ফর্ম্যাটে ৩০০-র বেশি রান করেছে কোন দলগুলো।
ইতিহাস দেখলে এখনও অবধি এশিয়া কাপে ৫০ ওভারের ফর্ম্যাটে সব চেয়ে বেশি বার (৮বার) ৩০০-র বেশি রান করেছে পাকিস্তান।
পাকিস্তানের পর এশিয়া কাপে ৫০ ওভারের ফর্ম্যাটে সব চেয়ে বেশি ৬ বার ৩০০-র বেশি রান করেছে ভারতীয় ক্রিকেট টিম।
পাকিস্তান ও ভারতের পর এশিয়া কাপে ৫০ ওভারের ফর্ম্যাটে সব চেয়ে বেশি ৫ বার ৩০০-র বেশি রান করেছে শ্রীলঙ্কা।
এই তালিকায় পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার পরে রয়েছে বাংলাদেশ। ২ বার তারা এশিয়া কাপে ৫০ ওভারের ফর্ম্যাটে ৩০০-র বেশি রান করেছে।
পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এশিয়া কাপের ৫০ ওভারের ফর্ম্যাটে ৩০০-র বেশি রান করলেও আফগানিস্তান কখনও তা করতে পারেনি।
আরও পড়ুন