04 January 2024

দেড়দিনে ফিনিশ কেপটাউন টেস্ট, এমন ম্যাচ আগে দেখেছেন?

Credit -  PTI, AFP

TV9 Bangla

চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট পড়েছিল কেপটাউন টেস্টের প্রথম দিন। এই টেস্টের দ্বিতীয় দিনেই যে ম্যাচ শেষ হবে ধরেই নিয়েছিলেন সকলে।

সেঞ্চুরিয়ন টেস্টে হারলেও, কেপটাউন টেস্ট প্রোটিয়াদের দখলে যেতে দিল না ভারতীয় টিম। মাত্র দেড়দিনে শেষ হল কেপটাউন টেস্ট।

কেপটাউন টেস্টের প্রথম দিন ভারতীয় বোলিং বিভাগে দাপট দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬টি উইকেট। 

টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা ডিন এলগারের ব্যাট কেপটাউনে দুই ইনিংসেি চলেনি। কিন্তু বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও এলগারকে শুভেচ্ছা জানান।

কেপটাউন টেস্টে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৬ উইকেট নেন জসপ্রীত বুমরা। তিনি একাই দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দেন।

কেপটাউন টেস্টে এইডেন মার্কব়্যামের ব্যাটে সেঞ্চুরি এসেছে। মাঠেই তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা যায় বিরাট কোহলিকে।

এর আগে কখনও বিদেশের মাটিতে দু'দিনের মধ্যে টেস্ট ম্যাচ জেতেনি ভারত। বলের নিরিখে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম টেস্ট।

২০১১ সালের পর ফের প্রোটিয়াভুমে টেস্ট সিরিজ ড্র করল ভারত। এ বার নেলসন ম্যান্ডেলা-সুনীল গাভাসকর ফ্রিডম ট্রফি যুগ্মভাবে জয়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা।