বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের অতীতের পারফরম্যান্সের খতিয়ান

15 November 2023

আজ চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। রইল বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের অতীতের পারফরম্যান্সের খতিয়ান।

১৯৮৩ সালে ভারত প্রথম বার ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। সেবার ম্যাঞ্চেস্টারে কপিল দেবরা ৬ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছিল। আর সেবারই দেশে প্রথম বিশ্বকাপ এসেছিল।

১৯৮৭ সালে ভারত দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। মুম্বইয়ে সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩৫ রানে হেরেছিল ভারত।

১৯৯৬ সালের সেই বিশ্বকাপ সেমিফাইনালের কথা আজও কেউ ভোলেনি। দর্শকের রোষে ইডেনে সেই ম্যাচই বন্ধ হয়ে গিয়েছিল। কলকাতায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত হেরেছিল ওই ম্যাচ। 

২০০৩ সালের বিশ্বকাপে ডারবানে কেনিয়ার বিরুদ্ধে শেষ চারের ম্যাচ খেলেছিল ভারত। তাতে ৯১ রানে কেনিয়াকে হারিয়েছিল ভারত।

২০১১ সালে দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল ভারত। সেবার সেমিফাইনালে পাকিস্তানকে মোহালিতে ২৯ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

০১৫ সালের একদিনের বিশ্বকাপে সিডনিতে ভারত সেমিফাইনাল খেলেছিল। তাতে ৯৫ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত।

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। ম্যাঞ্চেস্টারে সেই ম্যাচ ১৮ রানে জিতেছিল কিউয়িরা।