16 December 2023

টি-২০ বিশ্বকাপে কোথায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

credit: - X

TV9 Bangla

আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এর আগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে।

আগামী বছর জুন মাসে শুরু হবে এই টুর্নামেন্ট। আর বিশ্বকাপ বা আইসিসি ইভেন্ট মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান ম্যাচ।

 চব্বিশের টি-২০ বিশ্বকাপে কোথায় হবে ভারত-পাক মেগা ম্যাচ? সেই দিকেই তাকিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। অবশেষে এল বড় আপডেট।

 একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত-পাক ম্যাচটি অনুষ্টিত হবে আমেরিকাতেই।

দুই পড়শি দেশের ম্যাচ নিউইয়র্কের উপকণ্ঠে একটি পপ-আপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যেখানে বিশেষ ব্যবস্থা থাকবে।

নিউইয়র্কে এই টুর্নামেন্টের জন্য বিশেষভাবে  ৩৪,০০০ আসনের একটি অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেখানেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর।

সেখানেই হতে পারে ভারত-পাক ক্রিকেট মহারণ। প্রবাসী ভারতীয়দের কথা মাথায় রয়েছে মার্কিন মুলুকে ভারত-পাক ম্যাচ আয়োজন করতে পারেন উদ্যোক্তারা।