15 NOVEMBER, 2025

জোড়া মাইলস্টোন স্পর্শ করে বোথাম-কপিলদের এলিট গ্রুপে জাডেজা

Image Credits:  PTI

TV9 Bangla Desk

ইডেন গার্ডেন্সে চলতি ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচে জোড়া মাইলস্টোন স্পর্শ করেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

দুরন্ত জাডেজা 

জাডেজার টেস্ট কেরিয়ারের ইতিহাসে আজ এক গর্বের দিন। কারণ এই দিন তিনি ঢুকে পড়লেন ইয়ান বোথাম, কপিল দেবদের এক এলিট গ্রুপে।

টেস্টে কীর্তি

বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান সম্পূর্ণ করার পাশাপাশি ৩০০টি উইকেটও নিয়েছেন জাডেজা।

চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ড

রবীন্দ্র জাডেজা ছাড়া এই তালিকায় রয়েছেন ইয়ান বথাম, কপিল দেব ও ড্যানিয়েল ভেত্তোরি।

কারা কারা এই তালিকায় রয়েছেন? 

ইডেন টেস্টের দ্বিতীয় দিন প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেওয়ার পর দেশের মাটিতে টেস্টে জাডেজার উইকেট সংখ্যা দাঁড়াল ২৫০।

দেশের মাটিতে টেস্টে উইকেট 

তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ নভেম্বর ৪ উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫০ উইকেটের মালিক হলেন জাডেজা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কী ছাপ? 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের প্রথম দিন ৮ ওভার বল করেছিলেন জাডেজা। ১৩ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে জাডেজা

টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে ৪৫ বলে ২৭ রান করেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে জাডেজা 

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস এখনও শেষ হয়নি। দ্বিতীয় দিন ১৩ ওভার বল করে ৪ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। 

দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে জাডেজা