৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। হাতে আর ১দিন রয়েছে। আজ রয়েছে ভারতের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ।
এ বারের ওডিআই বিশ্বকাপের আগে আজ, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এর আগে ভারতের ওয়ার্ম আপ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। বর্ষাপাড়া স্টেডিয়ামে সেই ম্যাচে টস হয়েছিল। কিন্তু একটি বলও মাঠে গড়ায়নি।
১২ বছর পর বিশ্বকাপ ট্রফি কি আসবে ভারতে? উত্তরের অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মার ভারত আপাতত বিশ্বকাপ অভিযান শুরু করার জন্য তৈরি।
আইসিসির তরফে বিশ্বকাপের জন্য ভারতীয় টিমের সদস্যদের এই প্রোমো ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে রাহুলকে দেখা গিয়েছে তাঁর ট্রেডমার্ক সেলিব্রেশন করতে।
সূর্যকুমার যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনদের ওডিআই বিশ্বকাপের এই ভিডিয়োতে পোজ দিতে দেখা গিয়েছে।
শার্দূল ঠাকুর, ঈশান কিষাণরাও উপস্থিত ছিলেন। কিন্তু এই প্রোমোতে দেখা যায়নি বিরাট কোহলিকে। কারণ, তিনি টিমের সঙ্গে তিরুবনন্তপুরমে যাননি।
ব্যক্তিগত কারণে গুয়াহাটি থেকে মুম্বই গিয়েছিলেন বিরাট। অবশ্য তিনি দলে ফিরেছেন। সোমবারের ঐচ্ছিক অনুশীলন করেননি। হয়তো আজকের ওয়ার্ম আপ ম্যাচে বিরাটকে দেখা যেতে পারে।