জোড়া টেস্ট জিতে বছর শেষে ডাবল সেলিব্রেশন হরমনপ্রীতের ভারতের – TV9Bangla
24 December 2023
জোড়া টেস্ট জিতে বছর শেষে ডাবল সেলিব্রেশন হরমনপ্রীতের ভারতের
Credit - X
TV9 Bangla
২০২৩ সালের শেষটা ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য ভালোই হল। পর পর দু'টি টেস্ট ম্যাচ জিতল হরমনপ্রীত কৌরের ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন বাংলার মেয়ে দীপ্তি শর্মা। দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন দীপ্তি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে একমাত্র টেস্টে ৩৪৭ রানের বিরাট ব্যবধানে জিতেছিল হরমনপ্রীত কৌরের টিম ইন্ডিয়া।
ইংলিশব্রিগেডের বিরুদ্ধে ভারতের এই জয়ের ফলে ২৫ বছর আগে শ্রীলঙ্কার গড়া রেকর্ড ভেঙে গিয়েছে। কারণ এর আগে ১৯৯৮ সালে মেয়েদের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ২০৯ রানের ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।
১৯৮৪ সালের পর আবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলল ভারতের মহিলা ক্রিকেটাররা। সাড়ে ৩ দিনে শেষ হল ভারত ও অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট ম্যাচে।
মুম্বইয়ের ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। মহিলাদের ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়া এই নিয়ে মোট ১১ বার মুখোমুখি হল।
এই প্রথম বার অজিদের বিরুদ্ধে টেস্টে ম্যাচ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। ৮ উইকেটে ওয়াংখেড়েতে এই ম্যাচ জিতে ইতিহাস গড়লেন রিচা ঘোষ-স্নেহ রানারা।
চলতি ডিসেম্বরে প্রথমে ইংল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়াকে পর পর দু'টি টেস্ট ম্যাচে হারাল হরমনপ্রীত কৌরের ভারত। যার ফলে স্বাভাবিকভাবে বড়দিনের আগে ভারতীয় শিবিরে ডাবল সেলিব্রেশন হওয়ার কথা।