31 December 2023
SENA কান্ট্রিতে সেঞ্চুরির রেকর্ড আছে যে ভারতীয় তারকাদের
Credit -
X
TV9 Bangla
ক্রিকেটে একটা প্রচলিত কথা রয়েছে SENA কান্ট্রি। জানেন কি এর অর্থ? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয় SENA কান্ট্রি।
এই চার দেশের বিরুদ্ধে প্রায় টেস্ট খেলে থাকে ভারতীয় দল। জানেন কি এমন কিছু ভারতীয় তারকা রয়েছেন যাঁরা টেস্টে এই চার দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন...
এই তালিকায় প্রথমেই রয়েছে ভারতের কিংবদন্তি ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজারউদ্দিন। প্রথম ভারতীয় তারকা হিসেবে এই রেকর্ড করেছিলেন তিনি।
SENA কান্ট্রিতে ছয় সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে ২ টি করে শতরান করেছেন তিনি।
আজারউদ্দিনের পরে এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকরের। SENA কান্ট্রিতে টেস্টে শতরানের রেকর্ড রয়েছে তাঁরও।
SENA কান্ট্রিতে টেস্টের মঞ্চে ১৭ শতরানের রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের।
জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়েরও এই রেকর্ড রয়েছে। SENA কান্ট্রিতে ১০ টেস্ট সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর।
বিরাটও পিছিয়ে নেই। দেশের জার্সিতে SENA কান্ট্রিতে ১১ টি শতরামের রেকর্ড রয়েছে কোহলির দখলে।
আরও পড়ুন