Inside Sachin Tendulkar’s 100 crore bungalow in Mumbai

09 January 2024

সচিনের ১০০ কোটির আলিশান বাংলো, দেখলে বনবন করে ঘুরবে মাথা

Credit -  Sachin Tendulkar Instagram

TV9 Bangla

image
সচিন তেন্ডুলকরকে বলা হয় গড অব ক্রিকেট। আর তিনি যে বাড়িতে থাকেন, তা স্বাভাবিক অর্থেই তাঁর অনুরাগীদের কাছে মন্দিরের থেকে কোনও অংশে কম নয়।

সচিন তেন্ডুলকরকে বলা হয় গড অব ক্রিকেট। আর তিনি যে বাড়িতে থাকেন, তা স্বাভাবিক অর্থেই তাঁর অনুরাগীদের কাছে মন্দিরের থেকে কোনও অংশে কম নয়।

কিংবদন্তি সচিন তেন্ডুলকর থাকেন মুম্বইয়ের পেরি রোড পশ্চিম বান্দ্রায়। সেখানে মুম্বইকর সচিনের একটি প্রাসাদপমো বাংলো রয়েছে।

কিংবদন্তি সচিন তেন্ডুলকর থাকেন মুম্বইয়ের পেরি রোড পশ্চিম বান্দ্রায়। সেখানে মুম্বইকর সচিনের একটি প্রাসাদপমো বাংলো রয়েছে।

শোনা গিয়েছে, ২০০৭ সালে সচিন তেন্ডুলকর সেই বাংলোটি ৩৯ কোটি টাকা দিয়ে কিনেছিলেন। পরবর্তীতে তা সংস্কার করার পর মোট ৬০০০ বর্গফুটের প্রাসাদে পরিণত হয়।

শোনা গিয়েছে, ২০০৭ সালে সচিন তেন্ডুলকর সেই বাংলোটি ৩৯ কোটি টাকা দিয়ে কিনেছিলেন। পরবর্তীতে তা সংস্কার করার পর মোট ৬০০০ বর্গফুটের প্রাসাদে পরিণত হয়।

সচিন তেন্ডুলকরের বাড়ির পরিবেশ বেশ মনোরম। চারিদিকে সবুজে ঘেরা। বাড়ির বিভিন্ন জায়গায় গাছ দিয়ে সাজানো রয়েছে।

মুম্বইয়ে সচিনের নজরকাড়া বাংলোতে বিরাট বাগান রয়েছে। যা সচিন ও তাঁর স্ত্রী অঞ্জলির মনের মতো করে সাজানো। প্লে স্টেশনও রয়েছে এই বাংলোয়। 

সচিন তেন্ডুলকরের বাংলোতে যে পূজাঘর রয়েছে সেটিও ভীষণ সুন্দর। তিনি প্রায়শই নিজের ইন্সটাগ্রামে বাড়ির বিভিন্ন জায়গার ছবি শেয়ার করেন।

লিটল মাস্টারের বাংলোর এই জায়গাটি বেশ নজর কাড়া। এখানে তিনি তাঁর পোষ্যদের সঙ্গে একান্তে সময় কাটান। এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।

সচিন তেন্ডুলকর তাঁর বাংলোতে নিজের প্রয়োজন মতো জিমের বন্দোবস্তও করে রেখেছেন। ছেলে অর্জুনের সঙ্গে সচিন নিজেও সেখানেই গা ঘামান।