স্কাই-কুলদীপ-সিরাজদের সামনে এই তিন খুদে কারা, জানেন?

23 November 2023

ভারতের মাটিতে তেইশের ওডিআই বিশ্বকাপ শেষ হয়েছে। আজ থেকে ভারত ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে।

দেশের মাটিতে ১২ বছরের ট্রফির খরা কাটাতে পারেনি টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে ৯ ম্যাচ জেতার পর সেমিফাইনালও জিতেছিল ভারত। কিন্তু ফাইনালে আর জিততে পারেননি রোহিতরা।

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এই নিয়ে ছয় বার বিশ্বকাপ জিতল অজিরা।

ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান জানিয়েছেন, ফাইনালের দিন তাঁর পরিবারের তিন সদস্য ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন।

আসলে দেশের মাঠে সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে প্লেয়ার এসকর্ট হিসেবে এ বার ছিল ইরফান পাঠানের ছেলে ও দুই ভাইপো।

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান নিজে এ বারের বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন।

নেটদুনিয়ায় ইরফান পাঠান লেখেন, 'আমার ছেলে ইমরান, ও আমার ভাইপো আয়ান এবং রায়ানকে মাঠে জাতীয় সঙ্গীতের সময় গর্বিতভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি। যা সারাজীবন স্মৃতি হয়ে থাকবে।'

এ বারের বিশ্বকাপ চলাকালীন ইরফান পাঠান বেশ কয়েকবার শিরোনামে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের পর রশিদ খানদের সঙ্গে নেচেছিলেন ইরফান পাঠান।