এশিয়া কাপে ভারত-পাক মহারণ। গ্রুপ পর্বের ম্যাচে পাল্লেকেলে মুখোমুখি হয় দুই দল। টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দ্রুত বিরাট কোহলি, রোহিত শর্মাদের উইকেট হারায় মেন ইন ব্লু
ভারতীয় দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন ঈশান কিষাণ। ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন এই বাঁ হাতি ব্যাটার। বুঝিয়ে দিলেন অর্ডারের যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি তিনি
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন হার্দিক পান্ডিয়া। এদিন ৯০ বলে ৮৭ রানের ইনিংস খেলেন হার্দিক। ঈশান ও হার্দিকের ব্যাটে ভারতের স্কোর ওঠে ২৬৬ রান
পঞ্চম উইকেটে ঈশান ও হার্দিকের জুটিতে ওঠে ১৩৮ রান। এই জুটিই ভারতের রক্ষাকর্তা হয়ে উঠল। ওডিআইতে পাকিস্তানের বিরুদ্ধে নয়া রেকর্ড ঈশান-হার্দিক জুটির
পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ভারতীয়দের মধ্যে ১৩৫ রানের সর্বাধিক রানের পার্টনারশিপ ছিল রাহুল দ্রাবিড় ও মহম্মদ কাইফের মধ্যে। সেই রেকর্ড ভাঙল হার্দিক-ঈশানেের পার্টনারশিপ
ম্যাচটি ছিল ২০০৫ সালের ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের। আবার এশিয়া কাপে পঞ্চম উইকেটে সর্বাধিক ১৩৩ রানের পার্টনারশিপ ছিল দ্রাবিড় ও যুবরাজের মধ্যে
ঈশান ও হার্দিক মিলে এদিন ১৬টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকান। এই দুই ব্যাটার ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের আর কারও ব্যাট চলেনি।
পাকিস্তানের তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহ মিলে ১০টি উইকেট নেন। শাহিন সর্বাধিক ৪টি উইকেটন নিয়েছেন। ৩টি করে উইকেট নাসিম ও হ্যারিসের